শাহজাহান সিরাজ গাইবান্ধা থেকে :
গাইবান্ধার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ৫ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত এই মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান ।
সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র, সহ গাইবান্ধায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ,
এছাড়াও অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।