বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী উপজেলা ৫নং বড় বগী ইউনিয়নের কাজী খাল গ্রামের মোঃ কালাম মীর বয়স ৭০ বছর বয়সে গতকাল বার্ধক্যজনিত কারনে ইন্তেকল করেছেন। একটি ছেলে আর মেয়ে তার।
চার বছর আগে তিন মাসের মেয়ে রেখে মারা যান কালাম মীরের ছেলে রাসেল মীরের স্ত্রী। তার ৮ দিন পরই অজানা কারনে নিখোঁজ হন কালাম মীরের ছেলে রাসেল মীর।
আজ চার বছর পর্যন্ত রাসেল মীরের কোন সন্ধান পাওয়া যায়নি। লাশটা পড়ে আছে কিন্তু চার বছর নিখোঁজ সন্তান আজ বাবার লাশের পাশে আজাহারী করার মতও পাশে নেই।
বিগত চার বছর রাসেল মীর’ এর মেয়ে দাদার কাছেই মানুষ হয়েছে। দাদা মারা যাবার পর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে মেয়েটি, দেখার মত কেউ নেই।
এই মেয়ের ভবিষ্যতে জন্য হলেও বাবা রাসেল মীরের সন্ধান চায় স্বজনরা। ছবির এই ছেলের সন্ধান দিতে সহয়তা করুন মোবাইল 01714456588 WhatsApp।