ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামে জমাজমির দ্বন্দ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা একটি প্রবাসী পরিবারকে উপর্যুপরি হুমকি, মহিলা সহ অন্যান্য পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ঘটনায় মহিলাসহ ২ জনকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবাসী সুমন মোল্লার সাথে প্রতিপক্ষ সামাদ মোল্লা ও কাসেম মোল্লা পক্ষের সাথে জমাজমি নিয়ে পূর্বশত্রুতা ছিল। প্রতিপক্ষকে শায়েস্তা করতে শুক্রবার সকালে সামাদ মোল্লা (৩৫), এনায়েত মিয়া (৩০), রাকিব মিয়া ও হৃদয় মিয়া সহ ৮/১০ জন সংঘবদ্ধ হয়ে প্রবাসী সুমন মোল্লা (২৮) ও তার পরিবারের সদস্যদের অতর্কিত হামলা চালায়। হামলায় সুমন মোল্লা ও তার মা ফাহিমা বেগম (৫০) গুরুতর আহত হয়। তাদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা সটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলায় গুরুতর আহত ফাহিমা বেগম জানান, প্রতিপক্ষ সামাদ মোল্লাদের সাথে জমাজমি নিয়ে দ্বন্দ চলে আসছিল। সকালে সংঘবদ্ব হয়ে তারা আমাদের উপর হামলা চালায়। আমাদের বাড়ি ছাড়া করার জন্য পরিবারের সদস্য যাকে যেভাবে পেয়েছে তাকেই বেধড়ক পিটিয়েছে। আমার মেয়ে ও ছেলের বউয়ের উপরও তারা হামলা চালিয়ে আহত করে। প্রতিপক্ষ এনায়েত মিয়া (৩৭), রাকিব মিয়া (২২), হৃদয় মিয়া (২৫), হান্নান মিয়া (৩৫) লাঠি দিয়ে আমাদের উপর হামলা চালায়।
এ ঘটনায় আহত সুমন মোল্লা জানান, প্রবাসে থাকা অবস্থায়ই প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছিল। ওই দিন (শুক্রবার) মিলন মিয়া, রাকিব সহ ৮/১০ জন সংঘবদ্ব হয়ে লাঠিসোঠা, ছ্যান, দা নিয়ে আমাদের পরিবারের সদস্যদের উপর সংঘবদ্ব হয়ে হামলা চালায়। এলাকার রাকিব ও হৃদয় সহ দীর্ঘদিন যাবৎ ওয়েলকাম প্রতারনার সাথে জড়িত। আমরা প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের বিরোধিতা করায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এদিকে শুক্রবার দুপুরে ভাঙ্গা থানায় হামলায় জড়িতদের বিরুদ্বে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।