রফিকুল ইসলাম মৃধা মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবসে মানিকগঞ্জে প্রমীলা-নজরুল স্মৃতি মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট শনিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে, স্থানীয় বিভিন্ন প্রমীলা- নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে, নজরুল- প্রমীলার স্মৃতি বিজরিত পুকুর ঘাটে প্রমীলা- নজরুল স্মৃতি মঞ্চে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট নজরুল-প্রমীলা গবেষক মিয়াজান কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নজরুল- প্রমীলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি কমরেড গোলাম নবী খান বাদল।
এছাড়া অন্যান্যের মধ্যে নজরুল-প্রমীলা গবেষক কৃষিবিদ রফিক চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম শিকদার, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নজরুল- প্রমীলা পরিষদের যুগ্ন- সম্পাদক মো. হাবিল উদ্দিন, প্রমীলা- নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি মো. মোসলেহ উদ্দিন খান মজলিশ, কমরেড মজিবর রহমান মাস্টার, ডাঃ ভজন কৃষ্ণ বণিক প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, এটি নজরুলের শশুরবাড়ি। প্রমীলা-নজরুলের স্মৃতি বিজরিত পূণ্যভুমি হিসেবে সংরক্ষণ করে এখানে নজরুল গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় স্থাপন করতে জনপ্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।