
নিজস্ব প্রতিনিধি: পুলিশের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ােচ্ছে টাইগার ফারুক ওরফে কুত্তা ফারুক। সে এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত বলে জানায়ায।
জানাযায়, শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২ নং ওয়ার্ড কথিত চাঁদাবাজ রাজু’র বাসভবনে থাকেন টাইগার ফারুক ওরফে কুত্তা ফারুক। শুধু তাই নয় ওইদিন সন্ধ্যায় তার লেতুর বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে কাউন্সিলর কার্যালয়ের অফিস সহকারী আবিদ হাসান রাকিব বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৪৫) দায়ের করেন। টাইগার ফারুক এই অন্যতম আসামী।
এর আগে বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের টিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলামসহ ৫ জন আহত হোন।
মামলার প্রেক্ষিতে মোঃ স্বপন ওরফে কসাই স্বপন (৩২) সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই মামলার অভিযুক্তরা হলেন টাইগার ফারুক (৪২), তানজিম কবির সজু (৩৮), মোঃ আরাফাত রহমান বাবু (২৯), মিলন হোসেন (৩০), মোঃ সোহেল (৩২), মোঃ শরীফ (২৯), মোঃ স্বপন ওরফে কসাই স্বপন (৩২), মোঃ সিফাত হোসেন (২৪), মোঃ জসিম হোসেন (৩৮)।
মলার শিকার ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম জানান, তানজিম কবির সজু, টাইগার ফারুক, তার সহকারী বাবু, মিলন, শরীফসহ । তারাসহ প্রায় অর্ধশতাধিক লোক আমার কার্যালয়ে এসে হামলা করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।