ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাত বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাব্বী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রাব্বী ওই গ্রামের সলেমান আলীর ছেল।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) মামার বাড়িতে যায় শিশুটি। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রাব্বী শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শুক্রবার বিকেলে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রাব্বীকে গ্রেফতার করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’