
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুকের দুই পুত্র ওমর সাকিব ও ওমর সিয়ামের উদ্যোগে মাদ্রাসার এতিম শিশু ছাত্রদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকালে নাসিক ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
ওমর সাকিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াদুদ, মো: মাইনউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আমিন রুহুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাকির হোসেন, মো: মেহেদী হাসান, নেছার উদ্দিন, মো: জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় দোয়া পরিচালনা করেন, আল আমিন কওমি মাদ্রাসার পরিচালক আমিনুল ইসলাম।