![](https://www.janatarsomoy24.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-11-at-9.57.29-AM.jpeg)
নারায়নগঞ্জ প্রতিনিধি: ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত অস্ত্রধারী সন্ত্রাসী জামাল হোসেন (৫০) গ্রেফতার করে র্যাব-১১।
বৃহস্পতিবার (১১আগষ্ট ) সকালে র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১০ আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি রায়পুরা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। আসামী জামাল হোসেনের বাড়ি গঙ্গানগর গ্রামের, ফতুল্লা থানার, নারায়ণগঞ্জ জেলার দাদন মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামি একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী তার বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় The Arms Act 1878 আইনে একটি মামলা দায়ের হয় যার মামলা নং-১৮(১২)০১
জিজ্ঞাসাবাদে আসামি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং বিগত দীর্ঘ ২১ বছর সে উক্ত মামলায় পলাতক ছিলো।
আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 এর 19A এবং 19 (F) প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে বিজ্ঞ আদালত তাকে মোট ১৭ বছর কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও আসামীর বিরুদ্ধে সোনারগাঁও এবং গজারিয়া থানায় পৃথক দুইটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।