
বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে পিতা হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দুই শিশুসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার (৬ আগস্ট) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মগারমোড়, তপুর গাছতলা বাজারে শত শত নারী পুরুষের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে নিহত আব্দুর রহিম দুই শিশু পুত্র আব্দুল বাসেদ ও সিজান পিতা হত্যার আসামিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম জানান, মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় তার স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। মাস পেরিয়ে গেলেও অজানা কারণে প্রশাসন আসামিদের গ্রেফতার করছে না বলে তিনি অভিযোগ করেন। তার দাবি সংসারে উপার্জনক্ষম কেউ নেই তার অবুঝ দুটি সন্তানকে তিনি কিভাবে তাদের পিতার অবর্তমানে লালন পালন করবেন এমন দুশ্চিন্তার মধ্যেও আসামীরা এখনো হুমকি অব্যাহত রেখেছে বলে জানান তিনি। একই সাথে আব্দুর রহিমের বড় ভাই নুরু মিয়া, এনামুল রহমান , লাল মোহাম্মদ , নান্নু মিয়া , মুন্নি সহ শত শত এলাকাবাসী এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২২ নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম পাঁচকাতুলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম রাঙাকে প্রধান আসামি করে মাসুদ, ওয়াহেদ আলী , আব্দুর রাজ্জাক, আপেল মাহমুদ ,মজনু মিয়া, মুক্তার, রাজিব ও এনামুল হকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।