সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছে ঝুলন্ত অবস্থায় হাত ও মুখ বাধা এক অজ্ঞাত (২৫) যুবকের লাশের পরিচয় মিলেছে। শনিবার (৬ আগস্ট) বিকেলে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পরিচয় মেলার বিষয়টি নিশ্চিত করেছেন। গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল রানা। সে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, নিহত সোহেল রানা ৮ মাস পূর্বে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টুরিতে চাকুরী করতেন। হঠ্যাৎ করে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মাঝে মধ্যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তার বাবা একজন অতি দারিদ্র হওয়ায় অন্যের সহযোগিতায় তাকে চিকিৎসা দেওয়া হতো।
গত শুক্রবার সকালে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিকেলে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকে হাত ও মুখ বাধা অবস্থায় গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখে এ বিষয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করে যাচ্ছে।
লাশ উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের দায়িত্বে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে।