
মোঃ মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫( নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ও তার পরিবারের সদস্যদের নিজস্ব অর্থায়নে সম্ভাব্য ৪কোটি টাকা ব্যয়ে উপজেলার ঐতিহ্যবাহী সলিমগঞ্জ বাজারে দৃষ্টিনন্দন চারতলা কেন্দ্রীয় জামে মসজিদের ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয় বাজারের ব্যবসায়ী ও মুসল্লিদের কথা চিন্তা করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নান্দনিক দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কাজ শুরু করছেন।
এসময় উপস্থিত ছিলেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, বড়িকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান (লাল মিয়া), সলিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি এস এম বাদল মাহমুদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মসজিদ উদ্বোধনের ফলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লিগণ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেন।