ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাছির উদ্দিন (৫০) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা দাউদকান্দি উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা ।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নিহত স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে দাউদকান্দি যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে।