চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি (সদর) জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদ ধসে মা ও নবজাতক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্নারে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মা ও নবজাতক।
আহত মা তাসকিয়া (২৭) চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী।
হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যাথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদেরকে শিশু ওয়ার্ডের কেএমসি কর্ণারে আলাদা ভাবে রাখা হয়। হঠাৎ সন্ধ্যায় ওয়ার্ডের একপাশের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়।
এর মধ্যে আহত তাসকিয়ার মাথায় মারাত্মক জখম হয়। তবে কেএমসি কর্নারে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্স।
তাসকিয়া বলেন, আমিওে আমার নবজাতক মেয়েকে নিয়ে শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমার মাথায় ছাদের কিছু অংশ ধসে পড়ে। এতে আমার মাথার একপাশ থেথলে যায় এবং আমার মেয়ে আহত হয়। পরে নার্সরা এসে আমাদের উদ্ধার করে।
হাসপাতালের কর্তব্যরত নার্স মিথুন বলেন, আমরা অন্যপাশে ডিউটিতে ছিলাম। শিশু ওয়ার্ডের কেএমসি কর্নারে রোগীদের চিৎকারে শুনে সেখানে যাই। ছাদ ধসে বড় ধরনের কিছু ঘটেনি। কেন এমন হয়েছে সেটা কর্তৃপক্ষ বলতে পারবে।