মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মতিন ভূঁইয়া সিপিএ’র অর্থায়নে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে জাফরপুর গ্রামে আব্দুল হাই ভূঁইয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নবীনগর পশ্চিম ইউনিয়নের নদী গর্ভে বিলীন যাওয়া ৩১টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন মতিন ভূঁইয়ার বিশ্বস্ত হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ২লিটার তেল ও ৪ পিছ সাবান।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নদী গর্ভে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র বিলীন হয়ে গেছে। বর্তমানে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা আরো জানান, মতিন ভূঁইয়া সদূর আমেরিকা থেকেও তাদের খোজঁখবর রাখছেন এবং খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছেন।
তিনি যাতে আরো বেশি বেশি অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকতে পারেন সেজন্য মতিন ভূঁইয়া ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের পূর্বে দেশ, জাতির মঙ্গল কামনার্থে দোয়া করা হয়।