মোঃ জোবায়ের পারভেজ শোভন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরন, আলোচনাসভা, জনসাধারনকে উদ্বুদ্বকরন সহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হযেছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে শত শত মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীদের সমন্বয়ে বিভিন্ন প্লাকার্ড ব্যানার সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা সেমিনার কক্ষে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পরে শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের জলাশয়ে অতিথিরা মৎস্য পোনা অবমুক্ত করেন।