সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) এর সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭জুলাই) রাতে হীরাঝিল এলাকায় নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক সাহেব ইনসাব এর অফিস উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ কমিটির সহ-সম্পাদক আবু সালেহ সঞ্চালনায়, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ কমিটির সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়ম গ্রুপের সত্ত্বাধিকারী হাবিবউল্লা কাঁচপুরী।
আরও উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি মোঃ গোলাম রাব্বানী প্রমূখ।