শাহজাহান সিরাজ: গাইবান্ধা সদরের টেঙ্গোরজানিতে জমি সংক্রান্ত ঘটনায় হামলা মারপিটে আহত তিনজন, থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা।
গাইবান্ধা সদর উপজেলার ট্যাঙ্গরজানী এলাকার মইনুল মিয়ার পুত্র মিজানুর রহমান ও মাজহারুল ইসলাম গংগের বিরুদ্ধে গত ৯ জুলাই আনুমানিক বেলা ৩:০০ টার দিকে অবৈধভাবে জমি দখলের চেষ্টা এবং হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষকে মারপিট করে রক্তাক্ত জখমের অভিযোগে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৃত লাল মিয়ার পুত্র সবুজ মৃধা।
এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা বাদীর খালাকে শ্লীলতাহানি ঘটায় এবং ৩৬ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর আসামিরা বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আরো প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে এজাহার সূত্রে জানা গেছে।
অপরদিকে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্ত মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।