রুপান্তর রুপা: জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের প্রকোপে দিশেহারা হয়ে পড়েছে নদীতীরবর্তী মানুষ। গত কয়েক সপ্তাহের ভাঙ্গনে উপজেলার পলবান্ধা ইউনিয়নের প্রায় ৩ শতাধিক মানুষ হয়েছে বসতভিটাহারা। অতিরিক্ত বৃষ্টিপাত ও স্রোতের কারণে ভাঙ্গন বেড়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের।
যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ বেষ্ট্রিত জামালপুরের ইসলামপুর উপজেলা। প্রতিবছর বন্যার পাশাপাশি নদ-নদীর ভাঙ্গনের স্বীকার এ উপজেলার মানুষ। বন্যার সময় পানি বাড়া ও কমার সাথে সাথে ভাঙ্গনের কবলে পড়ে নদ-নদীর তীরবর্তী বসবাস করা এসব মানুষ। এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের কয়েকটি এলাকায় ভাঙ্গন শুরু হয় ।
সবচেয়ে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ, দক্ষিণ সিরাজাবাদের নয়া বাড়ি, পূর্ব বাহাদুরপুর, চর চাড়িয়া, গায়েন পাড়া, মোহাম্মদপুর এলাকায়।
ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো টিন, কাঠসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে ঠায় নিয়েছে বিভিন্ন রাস্তার পাশে। যাদের কিছুটা সামর্থ্য আছে তারা ওই সড়কের ওপরেই নতুন করে কোনমতে ঘর তুলে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারনে জামালপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং স্রোত অনেক বেড়ে গেছে। যার ফলে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দিয়েছে। এসব ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।