মনির হোসেন নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সুশীলসমাজের প্রতিনিধিগণের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ গোলাম সাদেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও সমাজ সেবায় জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চেয়ারম্যান।
অত্র স্কুলের সিনিয়র শিক্ষক ও শিক্ষক নেতা মইনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আউয়াল,সমাজসেবক কবির আহাম্মদ আবু জাহের, শিক্ষানুরাগী সফিকুল ইসলাম মিলন, গোলাম রাব্বানী, সাংবাদিক মনির হোসেন, গাজী এখলাছ উদ্দিন পিন্টু, সমাজসেবক হাজী জীবন মিয়া, সৈয়দ কবির হাসান, আব্দুর রহমান, অবঃ পুলিশ মোয়াজ্জেম হোসেন, আব্দুর রউফ প্রমুখ।