মোঃ জোবায়ের পারভেজ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সরকার সকল শ্রেনীর নাগরিকের ভাগ্যউন্নয়নে কাজ করছে।
সোমবার (১৩) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক ও তৃণমূল পর্যায়ে নারীদের সাবলম্বী করার লক্ষ্যে অসহায় হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
ভাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪৭ জন ভিক্ষুক ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।
এসময় নিক্সন চৌধুরী আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে ভিক্ষুক, হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ছাগল বিতরনের মাধ্যমে হতদরিদ্র এসব জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে উঠবে।
উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।