
মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘নবীনগর নাগরিক উন্নয়ন পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (১১ জুন) সন্ধ্যায় সরকারি হাইস্কুল শিক্ষক মিলনায়তনে সমাজের সুধীজনদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীনগরে সার্বিক বিষয়ে আলোচনান্তে নাগরিকদের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে একটি সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তায় এর আত্মপ্রকাশ ঘটে।
এতে সভাপতিত্ব করেন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা। এমদাদুল হক সরকারকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি গঠনতন্ত্র প্রনয়ন ও কার্যকরি পরিষদ গঠনের লক্ষ্যে কাজ করবে। সভায় ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা পরিষদ গঠিত হয়।
উপদেষ্ঠারা হলেন, অ্যাডভোকেট সুজিত কুমরা দেব, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, ড. জাকিরুল হক বাহার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য্য, মেজর (অবঃ)আবদুল্লাহ ভূইয়া মামুন, অতিরিক্ত পুলিশ সুুপার বিল্লাল হোসেন, মোহাম্মদ আবু মোছা, রিয়াজ উদ্দিন জামী, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, মাহাবুব আলম লিটন, আব্বাস উদ্দিন হেলাল, মোহাম্মদ হোসেন শান্তি, সোহেল মাহমুদ আরাফাত, নূরে আলম রানা, মোহাম্মদ ইদ্রিস আলী, জহির রায়হান, হুমায়ুন করিব, শাহীন রেজা টিটু, এম,এস,কে মাহবুব, মোস্তাক আহম্মেদ উজ্জ্বল, সুমন উদ্দিন, মোঃ আবদুল হাদী, সফিকুল ইসলাম বাদল, জায়েদ প্যারিন, সেলিম রেজা, নূরে আলম, তরিফুল ইসলাম তরুন, আরিফুল ইসলাম রাজিব, শরীফুল ইসলাম পলাশ, আবুল হাসান বিলাশ, শামিম করিব, আশানুর আলম , আমীর মোহাম্মদ হোসেন, আইরিণ বেগম, লতিফা মাহবুবুল, মোঃ কামরুল হক সিকদার, মাসুদুল ইসলাম বাবু, নূরে আলম রানা, শেখ হাফিজুর রহমান।