
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবকলীগ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
এ অবস্থায় রুহিয়ায় ৩০ আগষ্ট মঙ্গলবারের বিএনপির সার, জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সমাবেশ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, মঙ্গলবার (৩০ আগষ্ট) পুর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রুহিয়ায় প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার রহমান একই স্থানে স্বেচ্ছাসেবকলীগের সভা আহবান করা হয়েছে উল্লেখ করে আইন শৃংখলা অবনতির আশংকায় ৩০ আগষ্ট মঙ্গলবার সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। একইভাবে গত ২৮ শে আগস্ট ২০২২ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩,০০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিল। সেখানেও আগের দিন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা সমাবেশ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, মো: আলম, যুগ্ম সম্পাদক আনসারুল হক, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া পশ্চিম বিএনপির সভাপতি সহিদুল হক, ঢোলারহাট বিএনপির সভাপতি ইসারুল হক, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।