
আঃ খালেক মন্ডল গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে এসএসসি ‘এ’ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলার ময়মন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মাহামুদ-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাজিুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্ট কেয়ার স্কুল কলেজের পরিচালক মো. আব্দুল্যা আল মামুন, অভিভাবক প্রভাষক জহির উদ্দিন হাওলাদার, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মিথুন মন্ডল ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল মিয়া প্রমুখ।
এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি ‘এ’ প্লাস, প্রাথমিক বৃত্তি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।