নবীনগর প্রতিনিধি: ২০২২ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ৯৬ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৮ জন শিক্ষার্থী। বুধবার দুপুর ১২টায় কলেজের নোটিশ বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফল অনুযায়ী অত্র কলেজ ২০২২ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার ফলাফলে নবীনগর উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
জানা যায়, ২০২২ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ৩২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১৭ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়েছেন আর অকৃতকার্য হয়েছেন ১১ জন। ফলাফল ঘোষণার পরপরই শিক্ষক, শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।
এবিষয়ে কলেজ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন বলেন কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের দিকনির্দেশনায়, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের সদিচ্ছার কারনেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। কলেজের উত্তরোত্তর সাফল্য কামনায় এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এব্যাপারে কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অত্র কলেজকে দেশের সেরা কলেজে রুপান্তর করতে এবং শিক্ষায় সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।