
অনলাইন ডেস্ক:
“হ্যালো কলকাতা সমাজরত্ন সম্মান” অ্যাওয়ার্ড পেলেন জাবির সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর সমাজসেবায়, শিক্ষাক্ষেত্রে ও রাজনীতিবিদ হিসেবে বিশেষ অবদান রাখায় “হ্যালো কলকাতা সমাজরত্ন সম্মান” অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, জাকসুর সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ।
১৪ জানুয়ারি ২০২৩ (শনিবার) বিকালে ভারতের কলকাতায় এক জমকালো আয়োজনের মাধ্যমে এই পুরস্কার তাঁর হাতে তুলে দেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সুজিত কুমার বসু। এসময় মো. জাহাঙ্গীর আলম বলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত।
সমাজসেবায়, শিক্ষাক্ষেত্রে ও রাজনীতিবিদ হিসেবে বিশেষ অবদান রাখায় আমাকে পুরস্কৃত করায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সুজিত কুমার বসু স্যার, হ্যালো কলকাতার পরিচালক সম্মানিত আশীষ বসাক, উপস্থিত পশ্চিমবঙ্গের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং আয়োজক কমিটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
জাহাঙ্গীর আলম বলেন সকলে আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে পারি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।