
বশির আহমেদ কাজল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বেরাইদেরচালা গ্রামে মেধাবী ১৮শিক্ষার্থীকে শামসুল হক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শতদল শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ-পরিচালক ড. সেলিম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।
বক্তব্য রাখেন কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, সহকারী বন সংরক্ষক রানা দেব প্রমুখ।
বেরাইদেরচালা গ্রামের সমাজসেবক আলহাজ্ব শামসুল হক গত বছরের ২১ডিসেম্বর মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ শিক্ষাবৃত্তি চালু করা হয়। প্রতিবছর মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি দিয়ে সহায়তা করা হবে বলে জানান আয়োজকরা।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।