মেহেদী হাসান লিটন, বিশেষ প্রতিনিধি: নয় মাসেআল কুরআন হেফজ করলো বগুড়ার মেয়ে ও স্কুল অভ দ্যা হলি কুরআনের হফজ ছাত্রী নুসাইবা জান্নাত জ্যোতি।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কলোনী ক্যাম্পাসে এক অনাড়ম্বর শেষ সবক ও দোয়া অনুষ্ঠানে তাকে উপহার প্রদান করা হয়। নুসাইবা জান্নাত জ্যোতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হিরোন ও শিক্ষিকা তহুরুন নেছার মেয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শায়েখ মোঃ মোস্তফা আল মাদানী, ব্যবস্থাপনা পরিচালক শরিফুর রহমান,(পরিচালক অর্থ) আনিসুর রহমান ও (পরিচালক পরিবহন) সারওয়ার জাহান।