
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম আজমের ব্যক্তিগত অর্থায়নে এই শহীদ মিনার নির্মিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘিওর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ হামিদুর রহমান আলাই, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভিলু, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোরতোজ আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী সহ এলাকার শিক্ষানুরাগী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।