
মোঃ রফিকুল ইসলাম মধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাত্রীদেরকে উত্তোক্তের প্রতিবাদ করায় তোফাজ্জল হোসেন নামে এক শিক্ষককে মারধর করেছে বখাটেরা। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন ও রমজান আলী সবুজকে আসামী করে মামলা করেছেন প্রধান শিক্ষক। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান জানান, সম্প্রতি কয়েকজন ছাত্রী অভিযোগ করে, বিদ্যালয়ে আসা- যাওয়ার পথে এই বিদ্যালয়েরই সাবেক ছাত্র আলামিন ও রমজান তাদেরকে উত্তোক্ত করে। বিষয়টি জানার পর ইংরেজী শিক্ষক তোফাজ্জল হোসেন তাদের এই অপকর্মের প্রতিবাদ করেন।
এর জের ধরে বুধবার সকালে ওই শিক্ষককে মোবাইলে ডেকে এনে বিদ্যালয়ের গেটের সামনে আলামিন ও রমজান মারধর করে পালিয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি বলেন, শিক্ষককে মারধরের ঘটনা খুবই দুঃখজনক। আমি বখাটে যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সহকারী শিক্ষককে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক বজলুর রহমান মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।