
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকায় অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচ, এস ,সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১’টায় কলেজ অডিটরিয়াম হলে এ মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবদুর রহিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাজী সমুন কাজী, আবু বকর সিদ্দিক, সৈয়দ মামুন, আমিন উদ্দিন ও অভিভাবক সদস্য মাহবুবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠাটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন, কলেজের সিনিয়র শিক্ষক মো. জসীম উদ্দিন ও সার্বিক পরিচলনায় ছিলেন মোঃ হাবিব উল্লাহ ও প্রভাষক মাহফুজা আক্তার।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম সকল শিক্ষক/ কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সৎ ও আদর্শবান মানুষ হতে হলে সুশিক্ষা গ্রহণ করা আবশ্যক। অনুষ্ঠানে অতিথিরা সকলেই বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন।