
এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) সংবাদদাতা: সরকারি নীতিমালা অনুসারে অনতিবিলম্বে আমতলী সরকারি কলেজের অধ্যাক্ষ নিয়োগসহ নানা সমস্যার সমাধানে আন্দোলনে নেমেছে কলেজটির শিক্ষার্থীরা। গতকাল ২০ অক্টোবর সকাল ১০টায় সমস্যাগুলোর আশু সমাধান চেয়ে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ১২ দফা দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীদের ১২দফা দাবির মধ্যে রয়েছে, বিষয়ভিত্তিক অনার্স কোর্স চালু করা, ছাত্র কল্যান ফান্ড কার্যকর করা, কলেজ ক্যাম্পাসে মুক্ত মঞ্চ নির্মান, ছাত্র-ছাত্রীর জন্য আধুনিক ছাত্রাবাস স্থাপন, ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট সংযোগ, সতন্ত্র মেডিকেল কমপ্লেক্স স্থাপন ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করণ, একটি ক্রিয়া কমপ্লেক্স নির্মানের ব্যবস্থা করণ, সকল শূন্য পদে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ।
শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এ বিষয়ে আলোচনা চলছিল। বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলা ও পৌর শাখার ব্যানারে দাবি-দাওয়া তুলে ধরেন অমিত রসূল (অপি), রাফি হাসান (অভি), মোঃ মেহেদী হাসান। এ সময় তারা একটি মানববন্ধন করে।
মানববন্ধন শেষ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।