
নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল বুলবুল এমপি।
(০১) অক্টোবর শনিবার সকালে আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে। নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায়।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া (৫ ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে উঠতে উৎসাহ প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা
আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম (সোহেল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সালাউদ্দিন (বাবু) শামসুজ্জামান খান মাসুম, ফরিদ আহামেদ।
সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল নেএী বৃদ্ধরা।