বরগুনা সংবাদদাতা:
বরগুনা আমতলীতে কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চার’টায় সবুজবাগ মুক্তিযোদ্ধা শহীদ সৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “ জাহানারা লতিফ মোল্লা” ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ব্যাপি শিক্ষা উপকরন বিতরণের শুভো উদ্ভোদন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রহমান বাদল তালুকদারে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক (জিয়া)
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক, মো. মজিবুর রহমান, প্রঃ শিক্ষক সমিতির সভাপতিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, বেকার সমস্যা দুরিকরনে এবং কর্ম সংস্থান সৃস্টির লক্ষ্যে ভবিষ্যতে কম্পিউটার এ্যান্ড দর্জি ট্রেনিং ইনস্টিটিউট করা হবে এখানে সবাইকে ফ্রি ট্রেনিং দেওয়া হবে। যারা ভালো ভাবে শিখবে তাদেরকে বিনামূল্যে শেলাই মেশিন দেওয়া হবে।