মনির হোসেন নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নকল মুক্ত পরিবেশে মোট ১০ টি পরিক্ষা কেন্দ্রে এস এস সি ২০২২ পরিক্ষা শুরু হয়েছে।
১৫ সেপ্টেম্বর উপজেলার ৫৫৪০ জন সাধারণ ৭৫৪ জন মাদ্রাসা ও ৩২১ জন কারিগরি ছাত্র/ছাত্রীর অংশ গ্রহণের মধ্য দিয়ে এই পরিক্ষা শুরু হয়। এছাড়াও এই উপজেলার ৪ টি উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী প্বাশবর্তী বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের কালিসীমা পরিক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেন।
এতে ৭ টি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রগুলো হলো নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়,কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়,কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়, ফতেহপুর কে জি উচ্চ বিদ্যালয়,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,সলিমগঞ্জ এ আর এন উচ্চ বিদ্যালয়।২ টি মাদ্রাসা কেন্দ্র হল নারায়ণপুর ডি,এস কামিল মাদ্রাসা, সুফিয়াবাদ ইব্রাহীমপুর মাদ্রাসা,এবং ১ টি তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
পরিক্ষা চলাকালীন সময়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে সরজমিনে গেলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা জানান,জেলাপ্রশাসক ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নকল মুক্ত পরিবেশে পরিক্ষা নেয়া হচ্ছে,আমাদের সকল শিক্ষক নকলের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীর বৈধ যেকোনো ধরনের অসুবিধা হলে আমরা তাদের সহযোগিতা করব।
এ বিষয়ে নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকারম হোসেন জানান,মোট ১০ টি পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এস এস সি ২০২২ পরিক্ষা শুরু হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় বিশৃঙ্খলা ছাড়াই আমরা সবগুলো পরিক্ষা শেষ করতে চাই।নকলের বিষয়ে কোন ধরনের ছাড় দেয়া হবে না,এটা পরিক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা সকল শিক্ষক এবং হল সুপারদের নির্দেশনা দেয়া হয়েছে এবং আমি নিজেও তদারকি করতেছি।