
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা জেলার ধামরাই এর সন্তান অধ্যাপক ড. মো. নূরুল আলম (জাবি-৪র্থ ব্যাচ, পদার্থবিজ্ঞান) । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলা আহ্বায়ক কমিটিরি প্রতিষ্ঠাতা আহ্বায়ক
মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি ড.মো: নুরুল আলমে এর সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেছেন নেত্রীবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুরোধক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, হিসাবে পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নূরুল আলম-কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে শর্তানুযায়ী ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।’
১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় উপাচার্য হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেনঅধ্যাপক ড. মো. নূরুল আলম।১৪ সেপ্টেম্বর সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে উপাচার্য হিসাবে তাঁকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দিনভর বিভিন্ন সংগঠন থেকে নব-নিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম (জাবি-১৫ ব্যাচ, ইতিহাস) এর নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার পক্ষে নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অ্যালামনাই এর নেতৃবৃন্দ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সাভার উপজেলার আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম (জাবি-১৫ ব্যাচ, ইতিহাস) বলেন, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম স্যারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার পক্ষ থেকে ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানান।
জাহাঙ্গীর আলম আরো বলেন নব-নিযুক্ত উপাচার্যের হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন হবে বলে আশাকরেন এবং শিক্ষার্থীদের যেকোন ধরনের যৌক্তিক দাবিগুলো আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোন সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলা সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।এসময় তিনি নতুন ভিসির শারিরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।