গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃ উপজেলা স্কুল কলেজ ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলাটি বাংলাদেশ স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়।খেলায় বালক এবং বালিকা উভয় দলের চাম্পিয়ান ট্রফি অর্জন করেন আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি স্কুল মাঠে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃ উপজেলা স্কুল কলেজ ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ এর খেলা অনুষ্ঠিত ।অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ বিকেএসপি স্কুল মাঠের ৩টি ভেনুতে বালক ২৮ টি স্কুল দল এবং বালিকা ১১টি স্কুল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃ উপজেলা স্কুল কলেজ মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ এর সাভার আন্তঃ উপজেলা স্কুল ও মাদ্রাসা বালক এবং বালিকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চাম্পিয়ান ট্রফি লাভ করেন আশুলিয়া এলাকার ঐতিহ্যবাহী গাজিরচট এ. এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ ।
৩ দিন ব্যাপী অনুষ্ঠিত খেলায় বালক দলে গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাইদগাও উচ্চ বিদ্যালয় চাম্পিয়ান ট্রফি অর্জনে চুরান্ত পর্বে মুখোমুখি হয় ৷খেলার চাম্পিয়ান দল গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩-১ গোলের ব্যাবধানে বাইদগাও উচ্চ বিদ্যালয়কে পিছনে ফেলে জয় লাভ করেন।
অপর দিকে বালিকা দলে গাজির চট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে ফাইনাল খেলে ১-০ গোলের ব্যাবধানে জয়লাভ করেন স্কুলটির প্রতিনিধিত্বকারি দল।
অনুষ্ঠিত দুইটি ফুটবল টুর্নামেন্টেই গাজিরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেছেন।
খেলার নকআউট পর্বে চাকল গ্রাম উচ্চ বিদ্যালয়কে ৭-১ গোলের ব্যাবধানে,গকুলনগর উচ্চ বিদ্যালয়কে ৫-১,গোলে এবং ক্যান্টনমেন্টপাবলিক স্কুল কে ৫-৪, গোলে পরাজীত করে সেমিফাইনালে ওঠে অপর দিকে চাকুলিয়া উচ্চ বিদ্যালয়কে ৫-১ গোলের ব্যাবধানে জয়লাভ করে ফাইনালে উঠে চ্যাম্পিয়ান দলটি ।
ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলিয়াছ মেহেদী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঢাকা,
এসময় বিশেষ অতিথি ছিলেন মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার,সাভার উপজেলা। মিসেস কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সকলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন