
নিজস্ব প্রতিবেদক :
জার্মানীর ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডাব্লিউ এর উপদেষ্টা ড. এলকে হিলস্টার্ন আজ সকাল ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ এর সাথে সাক্ষাত করেন।
এ বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন তত্ত্বাবধায়নে এবং কেএফডবিউ এর অর্থায়নে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ সুন্দরবনে বাঘ সংরক্ষণে একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছেন।
ড. এলকে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি আলোচনার পাশাপাশি ভবিষ্যতে প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখা আর কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে খোঁজ-খবর নেন।
মাননীয় উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার নানা ক্ষেত্র এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান তুলে ধরেন। সে সাথে কেএফডাব্লিউ বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে আর কোন কোন অঞ্চলে সহযোগিতা করতে পারে তার পরামর্শ প্রদান করেন।
পরিশেষে সুন্দরবনে বাঘ সংরক্ষণ ও গবেষণায় সহযোগিতা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসায় ড. এলকে হিলস্টার্নকে আন্তরিক ধন্যবাদ জানান উপ-উপাচার্য মহোদয়।