শ্রীপুর(গাজীপুর সদর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর শহরের শ্রীপুর কনভেনশন সেন্টারে পৌর বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বেপারী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আহসান কবিরের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির আয়োজনে রোজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর পৌর বিএনপির সভাপতি এডঃ কাজী খাঁনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান সজলের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপি সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, প্রচার সম্পাদক রাশেদুল হক, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাইয়া, আজিজুর রহমান পেরা, মশিউর রহমান খান টিটু, সাইফুল হক মোল্লা, আবুল হোসেন প্রধান, বিল্লাল হোসেন, টিপু সুলতান, যুবদলের নেতা উবাইদুর রহমান সোহেল মন্ডল,
শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব অবু তাহের প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী, জেলা ছাত্রদলের নেতা মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন।
সদস্য সচিব আজিজুল হক রাজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রিফাত মোড়ল, পেয়ার আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুম, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল,
ছাত্রনেতা মজিব উদ্দিন সগীর, কাউসার আকন্দ, রিয়াদ শেখ, তোফায়েল আহমেদ মোল্লা, শরীফ আকন্দ, রনি সরকার, আরিফ হোসেন আকন্দ, সাঈম আকন্দ, সৌরভ আহমেদ, রাসেল ফকির, যোবায়ের, রবিন, আসিফ, বাইজিদ বেপারী, বিপুল মন্ডল, রিয়াদ, ফাহিম, শাওন ভূঁইয়া প্রমুখ।
বিল্লাল হোসেন বেপারী হার্ড এটাক করে অসুস্থ হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালুরের নারাইয়না হাসপাতালে নেওয়া হলে তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন এবং এডঃ আহসান কবির ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কফিল উদ্দিন।