
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধিঃ
আজ দুপুরে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সামনের সড়কে দুটি মোটরসাইকেল এর এ-দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রকাশ বেক্সিমকো গ্রুপের ডি টি এইচ সোলার আকাশ এর বোয়ালমারী,মধুখালি,আলফাডাঙ্গা এলাকার সার্ভিস ম্যান,বোয়ালমারী উপজেলার চুবিনগর গ্রামের মোঃ মুজিবুর রহমানের ছেলে সেলিম শেখ।
বাজাজ কোং ১০০ মোটর সাইকেল চালিয়ে আলফাডাঙ্গা থানারোড হয়ে উপজেলার সমনে আসতেই উল্টো দিকথেকে দ্রুত গতিতে আসা আলফাডাঙ্গার বানাগ্রাম এলাকার ফারুক শেখ এর ছেলে নাহিদ ও ওবায়দুর রহমান এর ছেলে মশিউর রহমান অন্য এক বন্ধুর এর FZ ভার্সন 2 মডেলে কালো রং এার মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলফাডাঙ্গা থানার পুলিশ, এসে আহত তিন জনকে দ্রুত উপজেলা হসপিটালে ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি থানা হেফাজতে নিয়েছেন বলে যানাগেছে।