
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নি’হত হয়েছে। এ সময় আ’হত হয়েছে আরো ৩ জন।
ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি বোর্ড অফিস নামক এলাকায় আহত হয়েছেন অন্তত ৩ (তিন) জন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুগাঁও ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো. সরোয়ার হোসাইন।
গত মঙ্গলবার রাত ১১ টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কে কচুবাড়ি বোর্ড অফিস নামক এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের কছিম উদ্দীন শেখের ছেলে।
সুত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা মাছবাহী ট্রাক কচুবাড়ি বোর্ড অফিস নামক এলাকায় একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সায় থাকা হাবিবুর রহমান এর ঘটনাস্থলেই মৃ’ত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৩ জন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান দূর্ঘটনায় নি’হতের সত্যতা নিশ্চিত করেছেন।