শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের বাঘের বাজার এলাকায় গোল্ডেন গার্মেন্টসের বিপরীত পাশে বাস ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মটরসাইকেল চালক ও পারফেট্রি বাংলাদেশ লিঃ কারখানার শ্রমিক জাহাঙ্গীর আলম (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সারে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক শ্রীপুর থানার পাবুরিয়াচালা গ্রামের বারেক মিয়া ছেলে জাহাঙ্গীর আলম। সে পারফেট্টি বাংলাদেশ লিমিটেড কারখানায় চাকরি করতো। সে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার গোল্ডেন গার্মেন্টসের বিপরীত পাশে দ্রুতগতির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস তাকে চাপা দিলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সালনা নাওজোড় হাইওয়ে থানার ওসি জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।