
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রেনে ক ‘টা পড়ে ১ যুবকের মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে
পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শিবগঞ্জ স্টেশনের কাছাকাছি মাদারগঞ্জে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এই সংবাদ লেখা পর্যন্ত মৃত ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেদওয়ানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে যে, ঐ যুবক ট্রেনের দরজার কাছে ছিলো পরে ট্রেনের ঝাকিতে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়ে।
ঠাকুরগাঁও জেলার স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে সকাল ৯:৩০ টা নাগাদ ঐ যুবক ট্রেনে কাটা পড়ে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে লা’শ উদ্ধার করবে।