
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিঙ্গাইরে ১৫ লাখ টাকাসহ এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নুরুল ইসলাম দেওয়ান (৫৫) সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ আলী দেওয়ানের ছেলে। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর ছেলে সোহান দেওয়ান সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরিবার জানায়, গত রোববার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ১৫ লাখ টাকা নিয়ে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজের জামাতা মো. কাইয়ুম জানান, নুরুল ইসলাম দেওয়ান বিভিন্ন জেলায় গিয়ে গরু কেনা- বেচা করেন। গত শনিবার (১২ নভেম্বর) পাড়াগ্রাম হাটে ১২ টি গরু বিক্রি করে ১৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরেন। পরদিন রোববার সকালে ওই টাকা নিয়েই তিনি গরু কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর বিকেল ৩ টার দিকে তাকে ফোন দিলে, অনেক দুরে আছি বলেই ফোন রেখে দেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, গরু ব্যবসায়ী নুরুল ইসলাম দেওয়ান ঢাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।