ঠাকুরগাঁও জেলা থেকে:
ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজে একটি বাস ও দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ৪ জন।বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ১২.৩৫ মিনিটে ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান সত্যপীর ব্রিজে একটি বাস রং সাইডে রেলিং ব্রিজের পার হওয়ার সময় ওপর দিক থেকে আসা দুটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী ও ড্রাইভারসহ ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা বলেন, অটো বাইক চালকদের কোন দোষ নেই সম্পূর্ণ দোষ করেছেন বাসচালক। এই বাস চালকদের বেপরোয়া বাস চালানোর ফলে অনেকেই জীবন হারাচ্ছেন। আবার অনেকেই পঙ্গু হয়ে জীবন-যাপন করছেন।
বর্তমানে ৪ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) আতিক হাসান মুঠো ফোনে উক্ত দূর্ঘটনার কথা নিশ্চিত করেন।