
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানি থেকে সোয়াব (৫) নামে এক শিশুর ম’রদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূজারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিশু সোয়াব পৌরসভার ভূজারীপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিলো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলো সোয়াব। পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বিকেলে বাড়ির পাশে থাকা পুকুরে তাকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ম ‘ত ঘোষণা করেন।
বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান সিরাজ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।