শাহজাহান সিরাজ: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর খোলাবাড়ি এলাকায় কামারের চরে পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঘাঘট নদীতে নেমে আনুমানিক ৬৫ বছর বয়সের শুকুর আলী নামের এক ব্যক্তি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ব্যক্তির ছেলে এরশাদসহ তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা নদীতে নেমে জাল টেনে টেনে দীর্ঘ সময় ধরে ডুবে ডুবে খুঁজছেন তাকে।
স্থানীয় ঐ এলাকাবাসী বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা ফিরেও যান। এ ব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ এনামুল হক জনতার সময় কে বলেন, আমাদের কোন ডুবুরি ইউনিট না থাকায় বিষয়টি রংপুর বিভাগকে জানানো হয়েছে, ওনারা রওনা দিয়েছেন এবং গাইবান্ধা পৌঁছলেই উদ্ধার কাজ শুরু করা হবে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে রংপুর থেকে ডুবুরি দল গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান গাইবান্ধা ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা।
পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় ঘাঘট নদীর তীরে শত শত উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে।