বশির আহমেদ কাজল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নয়নপুর এলাকায় হাজী ঈমান আলী সুপার মার্কেটে এ আগুন লাগে।
মার্কেটের ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নয়নপুর এলাকার হাজী ঈমান আলী সুপার মার্কেটে থাকা মো. নাছির উদ্দিনের মালিকানাধীন নাছির অটো হাউজ, জামান এন্টারপ্রাইজ, সোহেল এন্টারপ্রাইজ, একটি কাঠের গুদাম, আশানুর টাইলস্ এন্ড সেনেটারি, ভাই ভাই স্টোর এন্ড ঈমান আলী ফার্নিচার ও ডিজিটাল ট্রান্সপোর্ট আগুনে পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতেখার রায়হান চৌধুরী জানান, ১০টা ২০মিনিটে আগুন লাগার খবরে সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোন হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।