আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।নিহত নজরুল তোড়িয়া ইউনিয়নের ভেদুপাড়া কাঠালী গ্রামের বুদু মিয়ার ছেলে। এসময় আহত হয়েছে দুই মোটরসাইকেলের আরও চার আরহী।
স্থানীয়রা জানায়, বিকেলে নজরুল ও হাসিবুল এক মোটরসাইকেলে করে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন। একসময় তারা তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌছালে আটোয়ারী থেকে পঞ্চগড়মুখী আরেকটি তিন আরোহী থাকা মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে নজরুল। এসময় স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।