সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের লাইনে জড়িয়ে সেলিম আহমেদ (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন উপজেলার সুহিতপুর গ্রামের পাশে একটি খালে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত. সেলিম আহমেদ উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের মৃত. কালা মিয়ার পুত্র। খবর পেয়ে ছাতক থানার এসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।