এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি: উজিরপুরের শানুহার বামরাইল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মাঝে কয়েকজনের অবস্থা আশংকাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানালেন উদ্ধার কাজে অংশগ্রহণ করা বরিশাল হাইওয়ে পুলিশ ও উজিরপুর থানার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনি।
এসময় উজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলি আরশাদ জানান, গতরাতে ঢাকা থেক ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা লাইনচ যমুনা পরিবহন নামক যাত্রীবাহী বাসটি ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার বামরাইল সড়কের মাঝ বরাবর স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেন্ডি গাছের সাথে ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। তিনি আহত ও নিহতদের পরিবারকে উজিরপুর থানা ও বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালের সাথে যোগাযোগের করার জন্য বলেছেন।
স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজে অংশগ্রহণ করেন উজিরপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা গ্যাসের সাহায্যে বাসটির বডি কেটে, আটকেপড়া নিহত ও আহতদের উদ্ধার করেন। আহত ২৫ জনকে উজিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
।